
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠকে বসবেন।
বৈঠকের পর একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সংবাদ সম্মেলনের আয়োজনই ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প প্রশাসন গাজায় যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিতে পারে। চুক্তি সম্পন্ন হলে গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস জিম্মিদের মুক্তি দেবে।
গাজায় যুদ্ধ-পরবর্তী সরকার কেমন হবে, কীভাবে গাজা পরিচালিত হবে—সেসব বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনা তুলে ধরেছেন। এই পরিকল্পনায় তিনি আরব ও মুসলিম দেশগুলোর সমর্থন পেয়েছেন।
তবে গতকাল রোববার ইসরায়েল জানায়, তারা এখনো যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ভাবছে। অন্যদিকে হামাস জানিয়েছে, তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তিপত্র পায়নি।
তা সত্ত্বেও গাজার যুদ্ধবিরতির সম্ভাবনা আরও জোরালো হয়েছে। কারণ, গতকাল ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ নেতানিয়াহুর সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন। ট্রাম্পের প্রস্তাবে হামাসকে নিরস্ত্রকরণ এবং গাজা পরিচালনায় ফিলিস্তিন অথরিটির ভূমিকা রাখার বিষয়ে নেতানিয়াহুর কিছু আপত্তি ছিল। উইটকোফ এসব আপত্তি দূর করতে দীর্ঘ আলোচনা করেন।
এই বৈঠকে ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জের্ড ক্রুসনারও উপস্থিত ছিলেন। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি ইতিবাচকভাবে শেষ হয়েছে এবং আজ ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এ প্রস্তাবের প্রতি সম্মতি জানাতে পারেন।
গত শুক্রবার থেকেই ট্রাম্প ইঙ্গিত দিয়ে আসছেন যে, গাজা নিয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল