
ফরিদপুরে রবিবার (২৯ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এই সভায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এ. কে. আজাদ বলেন, “দেশ গঠনে আগের মতোই কাজ করে যাব। বেকারত্ব দূরীকরণে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, সংসদ সদস্য থাকাকালীন সময়ে প্রতিশ্রুত কিছু কাজ এখন নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। সকল ধর্মের মানুষ একত্রে কাজ করলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত হবে বলে মন্তব্য করেন তিনি। ফরিদপুর-৩ আসনের জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই ব্যবসায়ী ও রাজনীতিক।
সভায় বক্তারা বলেন, “ফরিদপুর একটি আদর্শ শহর, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন।” বক্তারা দুর্গাপূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী সুরবরানন্দ, শ্রীধাম শ্রী অঙ্গনের প্রধান সেবাইত মানস বন্ধু ব্রহ্মচারী, ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অসীম কুমার সাহা, সহ-সভাপতি সুকেশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, সদর উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রাম দত্ত ও সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার প্রমুখ।
সভায় ফরিদপুর সদরের ১৯৯টি পূজামণ্ডপের আয়োজক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এ. কে. আজাদ জানান, আগামী বুধবার পর্যন্ত তিনি ফরিদপুর সদরের সব পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূজা আয়োজকদের অনুদান প্রদান করবেন।