থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু, মামলা দায়ের ও ক্ষতিপূরণের ঘোষণা
ছবিঃ সংগৃহীত

তামিল অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম  (টিভিকে)-এর সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ভারতের পুলিশ অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে টিভিকের দুই শীর্ষ নেতা ও আরও কয়েকজনের বিরুদ্ধে।

গতকাল শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের জনসভায় বিপুল জনসমাগম হয়। একপর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলার সৃষ্টি হলে পদদলিত হয়ে ১৬ নারী, ৬ শিশু–সহ ৩৯ জন মারা যান এবং আহত হন অন্তত ১০০ জন।

এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাসহ একাধিক অভিযোগে টিভিকের সাধারণ সম্পাদক এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মর্মান্তিক এই ঘটনায় থালাপতি বিজয় নিহতদের পরিবার প্রতি ২০ লাখ রুপি ও আহতদের ২ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিহতদের পরিবারকে ১০ লাখ ও আহতদের ১ লাখ রুপি, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় ত্রাণ তহবিল থেকে যথাক্রমে ২ লাখ ও ৫০ হাজার রুপি করে সহায়তা ঘোষণা করেছেন।

রাজ্য সরকার ঘটনাটি তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করেছে।