বাতিল করতে যাচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা
ছবিঃ বিপ্লবী বার্তা
বেপরোয়া ও উসকানিমূলক আচরণের অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করা হতে পারে বলে জানিয়েছে,  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় । মন্ত্রণালয় আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য জানায়।


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ সকালে নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে পেত্রো মার্কিন সেনাদের নির্দেশনা অমান্য এবং সহিংসতা উসকে দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও মন্ত্রণালয় কোনো সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শুক্রবার পেত্রো জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সঙ্গে যোগ দিয়েছেন। তিনি বিক্ষোভে অংশগ্রহণের মাধ্যমে ফিলিস্তিনের সমর্থনে অবস্থান জানিয়েছেন।


এ সময়ই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের চতুর্থ দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দেন। তিনি বলেন, গাজায় হামাসকে নির্মূল করতে ইসরায়েলকে সুযোগ দিতে হবে। এছাড়া, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন এবং ওই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ আখ্যা দেন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সূচনা করতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে।