
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি, ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় মানপাশা বাজার থেকে গণসংযোগ কার্যক্রমের সূচনা করে তিনি বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং জনগণকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান। তিনি বলেন, আগামী নির্বাচনে বৈষম্যহীন, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসার প্রেরণা দিতে হবে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ, এছাড়া কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. মিজানুর রহমান আলমগীরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে ৭ নম্বর ওয়ার্ডের শেওতা এলাকায় তাঁতী দলের উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এ্যাড. শাহাদাৎ হোসেন। পথসভা শেষে তিনি শেওতা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় করেন।
তিনি বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবাই যেন আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারেন, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”