গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে হাফিজ মাতুব্বর (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের খোন্দকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, খোন্দকার কান্দি গ্রামের মো. শওকত মাতুব্বরের স্ত্রী লাইজু বেগম তার সন্তান হাফিজ মাতুব্বরকে সঙ্গে নিয়ে গ্রামের ঈদগাহ মাঠের পাশে অবস্থিত পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত হাফিজ পানিতে ডুবে যায়।


পরবর্তীতে মা লাইজু বেগম সন্তানকে দেখতে না পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসক হাফিজ মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।


মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।