জীবননগরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
ছবিঃ বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা মাদকবিরোধী এক সফল অভিযানে ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এক যুবককে ইয়াবাসহ আটক করেছে। 


বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ইং দিবাগত রাতে জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ৪৬ বিজিবি’র অধীনস্থ জীবননগর বিওপি’র একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। 


রাত আনুমানিক ১২টা ৩৩ মিনিটের দিকে জীবননগর থানার পেয়ারাতলা গ্রামের কাঁচাবাজারের কাছে পাকা রাস্তার উপর সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা এক যুবককে থামানো হয়।


বিজিবি টহল দলের হাবিলদার মো. আবুল হোসেনের নেতৃত্বে তাকে তল্লাশি করা হলে তার কাছে লুকানো অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি স্মার্টফোন পাওয়া যায়।


আটককৃত যুবকের নাম মো. সুমন আলী (২৮)। তিনি পুরাতন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. জাহিদুল হক।

আটককৃত সুমন এবং জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।


বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ইয়াবা ও গাঁজার মতো মাদকের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।


এলাকার সাধারণ মানুষ বিজিবির এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার জন্য তাদের প্রতি অনুরোধ জানিয়েছে।