
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ঐতিহাসিক কমরেড রাশিমণি স্মৃতি স্তম্ভ মাঠে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুল্লাগড়া ইউনিয়ন কমিটির উদ্যোগে এক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) এ পাঠচক্রে “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কী এবং কেন” শীর্ষক বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দেশের শিক্ষার্থীদের প্রগতিশীল সংগঠন। এর মূল লক্ষ্য গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন শিক্ষা এবং সমাজ প্রতিষ্ঠা করা। সংগঠনটি শুধু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই করে না, বরং শোষণমুক্ত সমাজ গড়ার আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করে।
পাঠচক্রে শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চর্চার ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, রাজনৈতিক শিক্ষা, পাঠচক্র ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা বিস্তার সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড মোরশেদ আলম, আল আমিন চৌধুরী ও রফিক মিয়া। এছাড়াও অংশগ্রহণ করেন বর্তমান উপজেলা কমিটির সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনসহ ইউনিয়ন ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।
শেষে বক্তারা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন-সংগ্রামকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।