কুল্লাগড়ায় ছাত্র ইউনিয়নের পাঠচক্র অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ঐতিহাসিক কমরেড রাশিমণি স্মৃতি স্তম্ভ মাঠে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুল্লাগড়া ইউনিয়ন কমিটির উদ্যোগে এক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) এ পাঠচক্রে “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কী এবং কেন” শীর্ষক বিষয়ে আলোচনা হয়।



বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দেশের শিক্ষার্থীদের প্রগতিশীল সংগঠন। এর মূল লক্ষ্য গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন শিক্ষা এবং সমাজ প্রতিষ্ঠা করা। সংগঠনটি শুধু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই করে না, বরং শোষণমুক্ত সমাজ গড়ার আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করে।



পাঠচক্রে শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চর্চার ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, রাজনৈতিক শিক্ষা, পাঠচক্র ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা বিস্তার সম্ভব।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড মোরশেদ আলম, আল আমিন চৌধুরী ও রফিক মিয়া। এছাড়াও অংশগ্রহণ করেন বর্তমান উপজেলা কমিটির সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনসহ ইউনিয়ন ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।



শেষে বক্তারা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন-সংগ্রামকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।