যে সুরা জান্নাতের দরজা খুলে দেয়
ছবিঃ বিপ্লবী বার্তা

ফরজ ইবাদতের বাইরে নফল ইবাদতের বেশি সুযোগ অনেকেরই হয় না। কিন্তু কিছু সহজ আমল রয়েছে , যা সহজ হলেও এনে দেয় অসীম নেকী। এর মধ্যে অন্যতম হলো সুরা ইখলাস পাঠ করা ।



আয়াত সংখ্যা মাত্র চারটি হলেও সুরা ইখলাসের ফজিলত অপরিসীম। সুরা কাওসারের পর এটিই কোরআনের সবচেয়ে ছোট সুরা। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল-বিকাল সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে, আল্লাহ তাকে যাবতীয় বালা-মুসিবত থেকে রক্ষা করেন (আবু দাউদ, তিরমিজি, নাসায়ি)।



রাসূলুল্লাহ (সা.) ঘুমানোর আগে তিন কুল (ইখলাস, ফালাক, নাস) পড়ে হাতের তালুতে ফুঁ দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিতেন। এটি তিনি তিনবার করতেন (বোখারি, তিরমিজি)।



অন্য হাদিসে এসেছে, সুরা ইখলাস একবার পাঠ করলে কোরআনের এক-তৃতীয়াংশ পড়ার সওয়াব মেলে (বোখারি: ৫০১৩)। আর তিনবার পাঠ করলে পূর্ণ কোরআন খতমের সমান সওয়াব পাওয়া যায়।



হজরত আবু সাঈদ খুদরি (রা.)-এর বর্ণনা অনুযায়ী, এক সাহাবি রাতভর শুধু সুরা ইখলাস পাঠ করতেন। বিষয়টি জানার পর নবী (সা.) বললেন—“এ সুরা কোরআনের এক-তৃতীয়াংশের সমান।”



আরেক সাহাবি সুরা ইখলাসের প্রতি ভালোবাসার কথা জানালে নবী (সা.) উত্তর দিয়েছিলেন—“তোমার এ ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে” (বোখারি: ৭৭৪)।