
ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালেদেখা মিললো এক আবেগঘন দৃশ্যের। এক যুবক মায়ের হাত ধরে বসে আছেন—চোখে ক্লান্তি, মনে অসীম ভালোবাসা আর অসহায়ত্বের ছাপ। তাঁর মা ক্যান্সারে আক্রান্ত, একদমই চলাফেরা করতে পারছেন না।
ছেলেটি জানান, ভোর ৩টা থেকেই তিনি লাইনে দাঁড়িয়ে ছিলেন সিরিয়াল পাওয়ার জন্য। অবশেষে ডাক্তার দেখালেও আশার বদলে শুনতে হলো নির্মম সংবাদ—“আপনার মায়ের আর চিকিৎসা নেই, চিকিৎসা করলেও তাতে কোনো লাভ হবে না।”
নিরাশাজনক এ সংবাদেও ছেলেটির ভালোবাসা এক মুহূর্তের জন্যও কমেনি। হাসপাতালের করিডোরে বসে অক্লান্তভাবে মায়ের সেবা করে যাচ্ছিলেন তিনি। চোখে-মুখে অবসাদ থাকলেও মায়ের জন্য অদম্য এক টান ফুটে উঠছিল প্রতিটি মুহূর্তে।
মায়ের প্রতি সন্তানের এই নিরলস চেষ্টা ও ভালোবাসা, কিন্তু কিছুই করতে না পারার অসহায়তা—এ দৃশ্য যে কারও চোখে জল এনে দিতে বাধ্য করবে। আমাদের সমাজে মা শুধু একজন অভিভাবক নন, তিনি জীবনের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং প্রথম আশ্রয়। সন্তানের জন্য মা যেমন সব ত্যাগ করেন, তেমনি মায়ের জন্য সন্তানের ভালোবাসা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল থাকে।
এ ঘটনার পর অনেকেই প্রার্থনা করেছেন, আল্লাহ যেন সেই মাকে সুস্থতা দান করেন এবং প্রতিটি সন্তান যেন মায়ের প্রতি এই ভালোবাসা ও যত্নকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নেয়।