
দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নদীগুলোর পানি গত ২৪ ঘণ্টায় হু হু করে বাড়ছে।
বিশেষত তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি সতর্কতার সীমার কাছাকাছি পৌঁছেছে, যার ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের ‘বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র’—সোমবার সকালেই এই পূর্বাভাস জারি করা হয়।
গত ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের উজানের এলাকায় প্রবল বর্ষণ হয়েছে। এর ফলে তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া গেজ স্টেশনে ১৪ সেমি বৃদ্ধি পায়, ধরলা ও দুধকুমারের পানি যথাক্রমে ৪ ও ১৮ সেমি বেড়ে সতর্ক সীমার দিকে চলে আসে।
এই মেঘা ঢলের প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার ছাড়াও গঙ্গা–পদ্মা অববাহিকার মহানন্দা, করতোয়া, আত্রাই, পুনর্ভবা সহ উত্তর-উত্তরপশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে—এতে লালমনিরহাট ছাড়াও গাইবান্ধা, শেরপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ, ময়মনসিংহ জেলা থেকেও জলাবদ্ধতা ও ক্ষণস্থায়ী বন্যার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
গঙ্গা ও পদ্মা নদীর পানি যদিও বৃদ্ধি পাচ্ছে, তবে এখনও বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় সাময়িক বিপদে নেই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে—বড় কোনো নদীর পানি এখনো মারাত্মক বিপদসীমার ওপরে যায়নি, এবং তিস্তা অববাহিকায় পানি নিয়ন্ত্রণে ডালিয়া ব্যারেজের ৪৪টি গেট খোলা রাখছে কর্তৃপক্ষ