পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর পারিবারিক প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপনের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
ছবিঃ বিপ্লবী বার্তা

পূর্ব নির্ধারিত ভোট কেন্দ্র বাতিল করে বিএনপি প্রার্থীর পারিবারিক প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপনের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বোদা উপজেলার সাকোয়া বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পঞ্চগড়-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী সদস্য সচিব আবুল বাশার বসুনিয়া অভিযোগ করে বলেন, 'বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন আজাদ গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করে জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিবর্তনের উদ্যোগ নেন। ওই আবেদনের মাধ্যমে তার মাতার নামে প্রতিষ্ঠিত মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানায় ভোট কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়।'


তিনি বলেন, 'নির্বাচন কমিশন গত ১৩ জানুয়ারি এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠালে বিষয়টি জামায়াতে ইসলামীর পঞ্চগড়-২ আসনের মনোনীত প্রার্থী শফিউল আলম শফিউল্লাহ্ সুফির নজরে আসে। এতে ১০নং পাঁচপীর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপুর ও মেনাগ্রাম এলাকার ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।' 


লিখিত বক্তব্যে আরও বলা হয়, 'জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি ৪নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ভোটারদের জন্য সহজলভ্য। এই কেন্দ্রের আশপাশে মোট ১ হাজার ৭৭০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪১ জন ভোটারের বসবাস। অপরদিকে, নতুন নির্ধারিত ভোট কেন্দ্রটির আশপাশে মাত্র ৪৩৬ জন ভোটারের বাড়ি রয়েছে এবং সেটি বিএনপি প্রার্থীর নিজ বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত।' 


জামায়াতে ইসলামী নেতাদের অভিযোগ, এ ধরনের ভোট কেন্দ্র নির্ধারণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের পরিবেশকে বাধাগ্রস্ত করবে। এতে ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এ কারণে এলাকাবাসী পূর্ব নির্ধারিত ভোট কেন্দ্র পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন।


সংবাদ সম্মেলনে বোদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তসলিম উদ্দীন, জেলা শুরা সদস্য মো. হাসিনুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।