জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করুন — আলী রীয়াজ
ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার ১৫তম দিনের সূচনায় বলেন, হাতে সময় কম, তাই জুলাই সনদ বিষয়ে দ্রুত অগ্রগতি প্রয়োজন ।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ আলোচনার সুযোগ নেই এবং কিছু বিষয়ে যদি পূর্ণ ঐকমত্য না হয়, তবে সনদ কার্যকরভাবে এগোতে পারবে না । আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে ত্বরান্বিত করার ডাক দেন তিনি ।

তিনি আরও বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বা ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ; ইতোমধ্যে বেশিরভাগ বিষয়েই রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছে এবং কিছু বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচ্যসূচিতে তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে ।

আলী রীয়াজ উল্লেখ করেন, কোনো দল যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে, তবে তা সনদে রেকর্ড করা হবে। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “আপনারা মুক্তিযুদ্ধ, ৫৩ বছরের সংগ্রাম ও গত বছরের গণ-অভ্যুত্থানে রক্তপাত–প্রাণত্যাগ—এসবকে স্মরণ করুন; এগুলোকে সামনে রেখে এগোনো ছাড়া উপায় নেই” ।

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, কোনো বিষয়ে জোর করে চাপ দেওয়া হবে না, তবে কমিশন তাদের মতামত তুলে ধরেছে এবং আগামী ১০ দিনের মধ্যে এগুলোর উপর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আশা করছেন । আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি, সিপিবি সহ মোট ৩০ দল, আর সভা পরিচালনা করেন মনির হায়দার ।