
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজধানীর মিটফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা-বিঘ্নমূলক ঘটনার জড়িত চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে “আজ থেকেই বিশেষ বা চিরুনি অভিযান” শুরু হবে।
রবিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের ১১তম বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পাঠানো হচ্ছে এবং ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না’ এবং পুলিশ কখনই অপরাধীকে প্রশ্রয় দেবে না। এছাড়া ভিন্ন ধরণের অপরাধ — যেমন চুরি, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নারী নির্যাতন ও মাদক চোরাচালান — প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজন হলে “চিরুনি অভিযান” আরও জোরদার হবে, যেখানে সকল নাগরিকের সহযোগীতাও আবশ্যক বলা হয়েছে।