জীবননগরে ঘাসের জমিতে মিলল যুবকের লাশ, হত্যার দাবি পরিবারের
ছবিঃ বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হারু শাহের মাজার সংলগ্ন একটি ঘাসের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘাসের জমিতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন জমির মালিক গোলাম রসুল। পরে তিনি ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য নিহতের পরিচয় শনাক্ত করেন। নিহত জাহিদ হাসান কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।


পরিবারের দাবি ও পরকীয়া বিতর্ক: নিহতের ফুফাতো ভাই সাবেক মেম্বার আব্বাস জানান, গত রাত থেকে জাহিদ নিখোঁজ ছিলেন। তিনি অভিযোগ করেন, পেয়ারাতলা গ্রামের প্রবাসী পারভেজের স্ত্রী উর্মির সাথে জাহিদের পরকীয়া সম্পর্ক ছিল। এই বিষয় নিয়ে বিরোধের জেরে জাহিদকে প্রায়ই মেরে ফেলার হুমকি দেওয়া হতো।


তবে অভিযুক্ত উর্মী জানান, আট মাস আগে সম্পর্ক থাকলেও বর্তমানে তাদের কোনো যোগাযোগ ছিল না। গতকাল রাতে জাহিদ শেষবারের মতো দেখা করতে চাইলেও তিনি রাজি হননি বলে দাবি করেন।


জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"