শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
ছবিঃ বিপ্লবী বার্তা
দেশের উত্তরের কুড়িগ্রামে শীত ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। গত কয়েক দিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ।


হাসপাতাল গুলোতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এতে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। এই কনকনে ঠান্ডায় নাজেহাল হয়ে পড়েছে শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষগুলো। চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। 


আজ সোমবার (১২জানুয়ারী) সকাল ৬টায় জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।


এদিকে কুয়াশা ও শীতের তীব্রতার সাথে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো। এই ঠান্ডা খড়খুঠো, গাছের পাতা ও কাঠ খড়ি জ্বালিয়ে ঠান্ডা নির্বারণের চেষ্টা করছেন অনেকেই। 


কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতাল গুলোতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।


অন্যদিকে কুড়িগ্রামে সরকারি, বেসরকারি বিভিন্ন এনজিও এবং ব্যক্তিগত উদ্যোগে অসহায়, দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ চলমান রয়েছে। 


জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সোমবার সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।