ফরিদপুর (সদর-০৩) আসনে মনোনয়নপত্র জমা দিলেন চৌধুরী নায়াব ইউসুফ
ছবিঃ বিপ্লবী বার্তা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর (সদর-০৩) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ।


২৮ ডিসেম্বর,রবিবার (দুপুরে) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চৌধুরী নায়াব ইউসুফ মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপির স্থানীয় ও শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।


ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার হাতে মনোনয়নপত্র তুলে দেন চৌধুরী নায়াব ইউসুফ।উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথমবার প্রার্থী হলেন নায়াব ইউসুফ। তার পিতা মরহুম কামাল ইবনে ইউসুফ ফরিদপুর সদর আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দীর্ঘদিন এলাকাবাসীর সেবা করেছেন।


মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নায়াব ইউসুফ বলেন,“ফরিদপুর সদর আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ পরিবর্তন চায়। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এই আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করতে পারবো।”


তিনি আরও বলেন,“আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বাবার আদর্শকে বুকে ধারণ করে ফরিদপুরবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”


নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে নায়াব ইউসুফ বলেন,“আপনাদের ঐক্য ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।ইনশাআল্লাহ,জনগণের রায়ে বিজয়ী হয়ে ফরিদপুর সদর আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরিত করবো।”


এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন পলাশ, রাশিদুল ইসলাম লিটন, চৌধুরী নায়াব ইউসুফ পুত্র আরশিয়ান ইউসুফ প্রমুখ সহ, জেলা ও মহানগর বিএনপির নেতা-নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।


মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।