ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিনজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের ঘটনা ঘটেছে।
আজ রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া বিওপি আওতাধীন চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ১০৫৯ দিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা ওই তিনজনকে বাংলাদেশে ঠেলে দেয়। পুশইনকৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার সালনা থানার বাসিন্দা আয়েশা খাতুন পিতা জমদার আলী, একই জেলার কলিয়াবর থানার আব্দুল জব্বারের পুত্র রুস্তম আলী, একই জেলার রোহা থানার সমর আলীর পুত্র ইদ্রিস আলী। তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যে নাওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বলে তারা জানিয়েছেন।
পুশইনের পর তারা চর বোয়ালমারী সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। বিজিবি কে খবর দিলে বিজিবি নিয়ে যায়।
তবে এ ঘটনায় গয়টাপাড়া বিওপি’র কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক বলেন তিন জনকে ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বিজিবি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

