ছবিঃ বিপ্লবী বার্তা
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে শীতার্ত কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর(বুধবার) ইসলামী ছাত্র শিবির সরকারি রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান। তিনি বলেন,শীত মৌসুমে নিম্ন ও মধ্য আয়ের মানুষ বিশেষ করে কর্মচারীরা নানা কষ্টের মধ্য দিয়ে সময় পার করেন। এমন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সত্যিই প্রশংসনীয়। এ ধরনের মানবিক উদ্যোগ সামাজিক দায়িত্ববোধ ও নৈতিকতার পরিচয় বহন করে।”
অনুষ্ঠানে উপস্থিত ইসলামী ছাত্র শিবির ফরিদপুর শহর শাখার সেক্রেটারি হাসিবুল হাসান বলেন,ইসলাম কেবল ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনধারা, যা মানুষকে ন্যায়, সততা ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমাদের লক্ষ্য হলো সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধ বৃদ্ধি করা। বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত, তারা নীরবে এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন—তাদের অবদানকে আমরা ভুলতে পারি না। সমাজের সকল মানুষকে উচিত তাদের শ্রমের মর্যাদা রক্ষা করা এবং তাদের পাশে দাঁড়ানো। ছোট ছোট সহায়তা, আন্তরিক সমর্থন এবং সম্মানই এই সমাজকে আরও মানবিক ও সুন্দর করে তুলতে পারে।”
রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস তার বক্তব্যে বলেন,“রাজেন্দ্র কলেজের কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের সেবা দিয়ে যাচ্ছেন। শীতের এই কঠিন সময়ে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারলে সেটিই আমাদের সার্থকতা। শুধু শীতকাল নয়, জীবনের যে কোনো সময় অসহায় ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের ছোট্ট প্রচেষ্টা হয়তো কারো জীবনে বড় একটি উষ্ণতার ঝলক হয়ে থাকবে।”
শাখা সেক্রেটারি আশিকুর রহমান বলেন,“শীতের দিনে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দেওয়াই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।যারা শিক্ষা প্রতিষ্ঠানে নীরবে দায়িত্ব পালন করেন, তাদের শ্রমের মর্যাদা ও মানবিক গুণাবলী রক্ষা করা সকলের দায়িত্ব।আমরা বিশ্বাস করি, মানবিকতার এই চর্চা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে।”
শীতবস্ত্রপ্রাপ্ত কলেজের একজন কর্মচারী বলেন,“অনেক সময় আমাদের কষ্টের কথা কেউ জানতে চায় না। আজকের এই শীতবস্ত্র পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দিন।"
শীতবস্ত্র পেয়ে কর্মচারীরা আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে উল্লেখ করেন।

