নকলা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (২১ ডিসেম্বর) রবিবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ৭টি ইটভাটাকে ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য মালিকপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতি রোধ ও সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সরকারের আইন অমান্য করে পরিচালিত যেকোনো অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

