ধূমপানমুক্ত সমাজ গড়ছে ফ্রান্স: নতুন আইন কার্যকর
ছবিঃ সংগৃহীত

ফ্রান্স সরকার আজ রোববার থেকে সমুদ্রসৈকত, উন্মুক্ত পার্কসহ জনসাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন স্থানে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় এসব স্থানে ধূমপান করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে শিশুদের পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিষেধাজ্ঞার বিস্তারিত নিয়ম গতকাল শনিবার একটি সরকারি গেজেটের মাধ্যমে প্রকাশ করা হয়, এবং সেটি আজ থেকে কার্যকর হচ্ছে। এ নিয়মের আওতায় বাসস্ট্যান্ড, লাইব্রেরি, সুইমিং পুল এবং বিদ্যালয় সংলগ্ন এলাকাও অন্তর্ভুক্ত থাকবে।

তবে পানশালা বা রেস্তোরাঁর বাইরের বসার স্থান এই বিধিনিষেধের আওতাভুক্ত নয়। এ নিয়ে তামাকবিরোধী কিছু সংস্থা এবং কর্মী হতাশা প্রকাশ করেছেন। তাঁদের মতে, ই-সিগারেটকেও এ নিষেধাজ্ঞার মধ্যে রাখা উচিত ছিল, যা এবার অন্তর্ভুক্ত হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্বঘোষণায় বলা হয়েছিল, মঙ্গলবার থেকে এ বিধি কার্যকর হবে। তবে সরকারি গেজেট প্রকাশ হওয়ায় তা পূর্বেই কার্যকর হয়ে গেছে।

নতুন নিয়ম অনুসারে, বিদ্যালয়, গ্রন্থাগার, সুইমিং পুল ও শিশুদের ঝুঁকির জায়গার ১০ মিটার ব্যাসার্ধের মধ্যেও ধূমপান নিষিদ্ধ। মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে নির্দিষ্ট দূরত্ব ও ধূমপান নিষিদ্ধ এলাকা চিহ্নিত করার জন্য সাইনবোর্ড স্থাপন করা হবে।

নিষেধাজ্ঞা অমান্য করলে ১৩৫ ইউরো (প্রায় ১৬০ ডলার) থেকে শুরু করে সর্বোচ্চ ৭০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। তবে শুরুতে নিয়মটি প্রয়োগে কিছুটা নমনীয়তা দেখানো হবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফ্রান্সে প্রতি বছর পরোক্ষ ধূমপানের কারণে প্রায় ৩ থেকে ৫ হাজার মানুষের মৃত্যু হয়, আর প্রত্যক্ষ ধূমপানে মারা যায় প্রায় ৭৫ হাজার মানুষ। সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ফরাসি নাগরিক উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন।