সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে নেমেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। পেশাগত মর্যাদা, পদোন্নতি কাঠামো ও সমমান সুবিধা নিশ্চিতের দাবিতে তারা নানান কর্মসূচি ঘোষণা করে তা বাস্তবায়ন করছেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে এবং বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পুরোদিনের জন্য কমপ্লিট শাটডাউন পালন করবেন তারা।
এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নকলা-শেরপুরের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কর্মবিরতির সময় তারা স্ব স্ব কর্মস্থলে অবস্থান করলেও কোনো ধরনের নিয়মিত সেবা প্রদান থেকে বিরত থাকেন।
অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ১০ম গ্রেড বাস্তবায়নসহ পেশাগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
কর্মবিরতির কারণে ল্যাব সেবা, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা ও ওষুধ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে। এতে হাসপাতালে আগত রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
এদিকে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং দাবি পর্যালোচনার প্রক্রিয়া চলছে।

