চুয়াডাঙ্গা দামুড়হুদায় চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ
ছবিঃ বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গা দামুড়হুদা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ ধ্বংসকারী চারটি ইটভাটা চূড়ান্তভাবে বন্ধ করে তাদের চিমনি ভেঙে দেওয়া হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া অভিযান টানা সাড়ে ৪টা পর্যন্ত চলে। এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। 


দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় রায়সা ব্রিকস, শিবপুরে বর্ষা ব্রিকস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হিরো ব্রিকস এবং দেশ ব্রিকস,এই চারটি ইটভাটার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল। কাঠ দিয়ে ইট পোড়ানো, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই ভাটা স্থাপন, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে উৎপাদন চালিয়ে যাওয়া,এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পরিবেশ অধিদপ্তর।


অভিযান চলাকালে প্রতিটি ভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়। ইটভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়ার কথাও জানান কর্তৃপক্ষ।


চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস বলেন,'পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কাগজপত্রহীন ও পরিবেশ আইন লঙ্ঘনকারী কোনো ভাটা চলতে দেওয়া হবে না। আজ চারটি ভাটা উচ্ছেদ করা হয়েছে, বাকি যেগুলো অবৈধ,তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।'


সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন, র‍্যাব-১২ এর কমান্ডার লে. কর্নেল আব্দুল ওয়াহিদ, সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে পুরো অভিযানে ছিল শৃঙ্খলা ও কঠোর নজরদারির আয়তায়।


অভিযান পরবর্তী সময়ে এলাকার সাধারণ মানুষ জানান, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা থেকে নির্গত ধোয়া ও কালো ধুলোর কারণে জনস্বাস্থ্যের পাশাপাশি ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্বাস্থ্য কমপ্লেক্স ও স্কুলের আশপাশে এ ধরনের ভাটা চলায় শিশু ও রোগীদের ওপর এর প্রভাব ছিল মারাত্মক। তাই আজকের কঠোর অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন।


পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় যেসব ভাটা পরিবেশ আইন অমান্য করে পরিচালিত হচ্ছে, সেগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। ধাপে ধাপে সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।