ইবিতে ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ছবিঃ বিপ্লবী বার্তা
ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন সাঈম সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের ইজাজ আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।


রবিবার (১৬ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল কবির রায়হান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আবির, সাবেক সভাপতি মোঃ সালাউদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুজ জামান গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।


৩৪ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল্লাহ এবং মোঃ মারুফ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুহিব্বুল্লাহ নোমান, মুহাম্মদ শরিফুল ইসলাম মজুমদার, নুসরাত ঐশী ও মোঃ শামিম হোসেন। সাংগঠনিক সম্পাদক সাকীফ বিন আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার সিজান স্বাধীন দায়িত্ব পালন করবেন। অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা: শাকিরা ইসলাম এবং সহকারী অফিস সেক্রেটারি হয়েছেন আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল হালীম। কোষাধ্যক্ষ পদে রয়েছেন আশরাফুল হক এবং সহকারী কোষাধ্যক্ষ মোঃ সাদমান হাফিজ।


মানব সম্পদ সম্পাদক পদে রয়েছেন খাদিজা তুজ লামইয়া এবং সহকারী মানব সম্পদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আঁচল দাস ও মোছা: মিশরাত জাহান মিশি। তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আল আমিন এবং সহকারী আইটি সম্পাদক হিসেবে আছেন মো. আসিফ মিয়া ও হাবিব আল মিসবাহ। প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন মাওয়াজুর রহমান এবং সহকারী প্রকাশনা সম্পাদক হিসেবে মিতা নূর, ঊর্মিলা আক্তার তন্বী ও মাইমুনা রহমান মনোনীত হয়েছেন।


পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ফাওজিয়া ফারজানা মীম এবং সহকারী সম্পাদক হিসেবে রয়েছেন বনি খাতুন মেরী। বিজ্ঞাপন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বর্ণালী দাশ বর্ণা, আর সহকারী বিজ্ঞাপন সম্পাদক হয়েছেন স্নিগ্ধা পণ্ডিত ও এসকে মিরাজ ইসলাম। এছাড়া স্ক্রিপ্ট রাইটার ও হোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবেয়া খন্দকার, মোঃ মুক্তাদির হোসেন ও খন্দকার ইফতেখার উল ইসলাম।


নবনির্বাচিত সভাপতি মোঃ সাব্বির হোসেন সাঈম জানিয়েছেন, তারা স্বচ্ছতা ও দায়িত্ববোধের সঙ্গে সকল কার্যক্রম পরিচালনা করবেন। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যচিত্র ও মিডিয়া সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইজাজ আহমেদ বলেন, ফটোগ্রাফি বর্তমান বিশ্বে উন্নয়ন, প্রচার ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে তারা একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ করবেন।