ভালুকায় উৎসবমুখর পরিবেশে হেমন্তের কবিতা উৎসব-২০২৫
ছবিঃ বিপ্লবী বার্তা
ময়মনসিংহের ভালুকায় শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত হলো ‘বাংলা কবিতায় হেমন্ত’ শীর্ষক হেমন্তের কবিতা উৎসব-২০২৫। ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই উৎসবে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা মিলিত হয়ে গ্রামীণ জীবন ও হেমন্তের ফসলের কবিতাকে উদযাপন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা সাহিত্য সংসদের সভাপতি, কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারি, এবং প্রধান অতিথি ছিলেন লায়ন এম. এ রশিদ, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট কবি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক জসিম উদ্দিন মুহাম্মদ, এবং আলোচক ছিলেন কবি-ছড়াকার তাছাদ্দুক হোসেন ও কবি কাজী আলম।


শুভেচ্ছা বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. একেএম আমানউল্লাহ বাদল এবং শিক্ষক-সমাজকর্মী এস এম কাজল রানা।


উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন কবি-সাংবাদিক আবুল বাশার শেখ, আবৃত্তিশিল্পী আশয়ারী বিনতে আশরাফ, এবং আরও অনেকে। বক্তারা বলেন, “হেমন্ত আমাদের মাটির গভীর গন্ধ, শ্রমজীবী মানুষের ঘাম, আর আলোর শস্য-আনন্দকে কবিতায় নতুনভাবে দেখার সুযোগ দেয়।”


এছাড়া সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা উৎসবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, হেমন্তের কবিতা উৎসব ভালুকার সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করবে এবং প্রতি বছর আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানটি ভালুকা সাহিত্য সংসদ ও ভালুকা প্রেসক্লাব আয়োজন করেছে, সহযোগিতায় ছিল ভালুকা ছড়া সংসদ।


উৎসবটি কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত ও হেমন্তের পিঠা উৎসবের মাধ্যমে প্রাণবন্তভাবে শেষ হয়।