সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (১০ নভেম্বর) পৃথক সময়ে সাতক্ষীরা ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ভারতীয় পণ্য আটক করা হয়।
রবিবার বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, পৃথক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া থানাধীন শিশুতলা আমবাগান নামক স্থান থেকে ১০,৮০০ টাকার ভারতীয় আগরবাতি, সাতক্ষীরা সদরের আলীর ঘের নামক স্থান থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ, কলারোয়া থানাধীন ভাদিয়ালী স্থান থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ, সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ, পদ্মশাখরা আমবাগান নামক স্থান থেকে ১৭,৫০০ টাকার ভারতীয় শাড়ি আটক করা হয়। এছাড়া কাকডাঙ্গা সিমান্তের কলারোয়া থানাধীন কেড়াগাছি স্থান থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়। মোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪,৪৮,৩০০ টাকা।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। অভিযানের মাধ্যমে এসব মালামাল জব্দ করা হলেও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ভারতীয় মালামাল বর্তমানে সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে এবং শুল্ক ফাঁকি ও চোরাচালান রোধে কঠোর অবস্থান অবলম্বন করবে।

