মুকসুদপুরে আব্দুল হামিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

মুকসুদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ।


শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল আজিজ। সভার সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি নজিবর রহমান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল ওহাব মোল্লা, জেলা সেক্রেটারি জেনারেল আল মাছুদ খান, উপজেলা আইন বিষয়ক সম্পাদক ও পৌর সেক্রেটারি জেনারেল আবু তালিব ফরাজি


সভায় প্রার্থী আব্দুল হামিদ সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং স্থানীয় উন্নয়ন, জনগণের কল্যাণ ও আগামী নির্বাচনে জনগণের সেবা প্রদান বিষয়ে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


মুকসুদপুর উপজেলা শাখার নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকরা এই মতবিনিময় সভাকে সংবাদমাধ্যম ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর উদ্যোগ হিসেবে মূল্যায়ন করেছেন।