কুড়িগ্রাম সীমান্তে বিজিবি,র অভিযানে বিপুল পরিমাণে মদ-ইয়াবা জব্দ
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদ ও ইয়াবা ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তাৎক্ষণিকভাবে আটক মদের ও ইয়াবার সঠিক পরিমাণ জানাতে পারেনি সংস্থাটি।


বুধবার (৫ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে ২২ বিজিবি। এর আগে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের বিশেষ আভিযানিক দল ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ও কন্যামতি এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে জানানো হয়েছে।


কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন,
“সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। আমাদের সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।”