আন্দোলন দমন: প্রেসক্লাবের সামনে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড
ছবিঃ বিপ্লবী বার্তা

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের সনদ প্রদানের দাবিতে বিক্ষোভ করছিলেন একদল আন্দোলনকারী। আজ রোববার দুপুর সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।

এর আগে প্রায় এক ঘণ্টা ধরে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, আন্দোলনকারীরা সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাব এলাকায় জড়ো হন এবং রাস্তা অবরোধ করে রাখেন। জনদুর্ভোগ কমাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে, তবে কাউকে শারীরিকভাবে লাঠিপেটা বা মারধর করা হয়নি। পুলিশি হস্তক্ষেপের পর আন্দোলনকারীরা এলাকা ত্যাগ করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

উল্লেখ্য, শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক অংশে প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ২৩ হাজার উত্তীর্ণ হতে ব্যর্থ হন। এদের একটি অংশের অভিযোগ—তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। তারা দাবি তুলেছেন, সবাইকে উত্তীর্ণের সনদ দেওয়া হোক।