অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ
সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রোববার (২২ জুন) থেকে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের ওইদিন দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করতে হবে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এ নির্দেশনার আওতামুক্ত থাকবেন।

গত ২৮ মে থেকে শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস ও আবাসন-সংকটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। দাবি পূরণে অগ্রগতি না হওয়ায় ৬ জুন থেকে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম জানান, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। তাদের ঝুঁকিপূর্ণ ভবনে রাখা ঠিক না। তাই হোস্টেল খালি করে নতুনভাবে অ্যালটমেন্ট দিয়ে দ্রুতই একাডেমিক কার্যক্রম চালু করা হবে।”

শিক্ষার্থীরা তাদের দাবিতে বলেন, পুরোনো ছাত্রাবাস ও একাডেমিক ভবনের অবস্থা এতটাই নাজুক যে, তা শিক্ষার্থীদের জীবনের জন্য হুমকি তৈরি করছে। তারা বিকল্প আবাসন ও ভবন নির্মাণে বাজেট পাস, ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা এবং প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানান।