
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ফজিলাতুন্নেছা (৭১) নগরীর বাকলিয়ার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।
শনিবার (২১ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফজিলাতুন্নেছা কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পর গত ১৭ জুন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ জুন) দুপুরে তিনি মারা যান।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মৃত ফজিলাতুন্নেছা আগে থেকেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। করোনা সংক্রমণের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।”
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয়টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২ জন এপিক হেলথ কেয়ারে, ৩ জন শেভরনে এবং ১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সনাক্ত হন।
এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে ৫৫ জন নগরীর এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ২ জন।
সিভিল সার্জন কার্যালয় সংশ্লিষ্টরা জানান, নতুন করে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।