
ছবিঃ বিপ্লবী বার্তা
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলার সালথা, ভাঙ্গা ও সদরপুর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক), ঢাকা রেঞ্জ জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম এবং ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় তাঁরা পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি মণ্ডপ এলাকায় নিয়মিত টহল থাকবে এবং যেকোনো ধরনের অপরাধ—বিশেষত মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।” তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল বলেন, “এ উৎসবকে ঘিরে কেউ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ফরিদপুর জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সিসি ক্যামেরা মনিটরিং, কন্ট্রোল রুম চালু এবং টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) জনাব মোঃ আসিফ ইকবাল, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ জনাব সুকদেব রায়, এছাড়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।