ফরিদপুরে ঐতিহ্যবাহী কুমারী পূজায় ভক্তদের ঢল
ছবিঃ বিপ্লবী বার্তা

ফরিদপুরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই পূজা-অনুষ্ঠান। পূজার নেতৃত্ব দেন আশ্রমের কোষাধ্যক্ষ স্বামী সুমধুরানন্দ মহারাজ।


হিন্দু শাস্ত্র অনুযায়ী, মা দুর্গার নবরূপের মধ্যে ‘কুমারী’ বিশেষ গুরুত্ব রাখে। এখানে কন্যাশিশুকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। পূজা-আয়োজকরা জানান, প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীতে এই পূজার আয়োজন করা হয়, যা নারীত্ব ও শুদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত।


এবারের কুমারী হিসেবে পূজিত হন অসমী মজুমদার (১০), পিতা দীপক মজুমদার ও মাতা কৃষ্ণা ব্যানার্জির কন্যা। অসমী ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকার বাসিন্দা এবং সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।


অনুষ্ঠান শেষে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন ফরিদপুর-০৩ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ এবং জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোবাররেস আলী ইসা।


পূজার বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শুরবরানন্দ মহারাজ। অনুষ্ঠানে অংশ নেন হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।