
আসন্ন শারদীয় দুর্গাপূজা ও পূজা-পরবর্তী শতাব্দী প্রাচীন জলিরপাড়ের ঐতিহ্যবাহী মেলা নান্দনিক ও শান্তিপূর্ণভাবে উদযাপন লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জলিরপাড় বঙ্গরত্ন কলেজে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বাবু পলাশ কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।
সভায় সভাপতিত্ব করেন জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মন্ডল এবং সঞ্চালনা করেন সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক রানা ঠাকুর।
সভায় বক্তব্য রাখেন ননিক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার ও জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও ঐতিহ্যবাহী জলিরপাড় মেলা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বয়ে সবার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।