দেশ বদলাতে প্রয়োজন নীতির পরিবর্তনঃ মুফতি ফয়জুল করীম
ছবিঃ বিপ্লবী বার্তা
বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‌“চোরের জায়গায় আরেক চোর বা ডাকাতের পরিবর্তে আরেক ডাকাতকে ক্ষমতায় বসিয়ে দেশ বদলানো যাবে না। আমাদের প্রয়োজন শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, নীতিগত পরিবর্তন।”


গতকাল বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


ফয়জুল করীম বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকারের অনুপস্থিতি মানে যেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অস্তিত্বও অনুপস্থিত। প্রধান বিচারপতি, ডিজিএফআই ও এনএসআই প্রধান, পুলিশের মহাপরিদর্শক এমনকি জাতীয় মসজিদের ইমাম—কেউই যেন আর বাস্তব অর্থে নেই। এটা কি রাষ্ট্রের চিত্র হতে পারে? যদি কোনো প্রাণী পর্যন্ত না খেয়ে মারা যায়, সরকারের দায় এড়ানোর সুযোগ নেই। সেটাই তো প্রকৃত রাষ্ট্রের ধারণা।”


তিনি আরও বলেন, “আমরা বহু দলের শাসন দেখেছি—আওয়ামী লীগ, বিএনপি, এমনকি সামরিক শাসকগণ—কিন্তু সাধারণ মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। এক সময় এক দল দুর্নীতিতে লিপ্ত ছিল, এখন আরেক দল একই কাজ করছে। কেবল হাত বদল হয়েছে, মুখ বদলায়নি।”


নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নাকি সংবিধানে নেই। অথচ তার নিজের নিয়োগই হয়েছে সংবিধান লঙ্ঘন করে। সংবিধান অনুযায়ী, সরকারের মেয়াদ শেষে তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা, অথচ তাতে দীর্ঘ সময় লেগেছে। তাহলে আপনি কোন সংবিধানের কথা বলছেন?”


বিচার বিভাগের অবস্থার সমালোচনা করে ফয়জুল করীম বলেন, “বিচার বিভাগ আজ রাজনৈতিক প্রভাবের কাছে জিম্মি। যে দল ক্ষমতায় থাকে, আদালতের রায় তার পক্ষেই যায়। এর ফলে ক্ষমতাসীনদের খুন-ধর্ষণের মতো অপরাধও ধামাচাপা পড়ে যায়, আর বিরোধীদের হয়রানি করা হয়। এটাকে ন্যায়বিচার বলা চলে না।”


সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মদ মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী ও স্থানীয় জামায়াত নেতা মাওলানা আবুল ফজল মুরাদ প্রমুখ।