
ছবিঃ বিপ্লবী বার্তা
দীর্ঘদিনের দুর্ভোগ কাটাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তিনটি গ্রামের মানুষ হাতে নিয়েছেন সড়ক নির্মাণের কাজ। স্বেচ্ছাশ্রম আর নিজেরা টাকা তুলে তারা তৈরি করেছেন বহু প্রতীক্ষিত সংযোগ সড়ক, যা প্রায় এক যুগ ধরে অকার্যকর থাকা একটি সেতুর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।
২০০৩ সালে মেহেরদিয়া গ্রামে একটি সেতু নির্মাণ করা হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেটি এতদিন ব্যবহার করা সম্ভব হয়নি। এতে প্রতিদিনের চলাচলে ভোগান্তি ছিল মেহেরদিয়া, মজলিশপুর ও দফা উত্তরপাড়া গ্রামের মানুষের নিত্যসঙ্গী।
সম্প্রতি ওই তিন গ্রামের মানুষ মিলে প্রায় চার লাখ টাকা ব্যয়ে তৈরি করেছেন সংযোগ সড়ক। স্থানীয় যুবক, কৃষক, ছাত্র ও ব্যবসায়ীরা অর্থ ও শ্রম দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এ কাজে। গতকাল (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায় কেউ ইট বহন করছেন, কেউ বালু ফেলছেন, কেউবা কোদাল চালাচ্ছেন। প্রত্যেকের লক্ষ্য একটাই চলাচলযোগ্য একটি রাস্তা তৈরি করা।
এক কলেজ শিক্ষার্থী বলেন, “অনেকবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। শেষে ভেবেছি, নিজেরাই যদি কিছু না করি, তাহলে কষ্ট থেকেই যেতে হবে। তাই সবাই মিলে টাকা তুলে কাজ শুরু করি।”
একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, “যেভাবে গ্রামবাসী নিজেরা উদ্যোগ নিয়ে রাস্তা বানাচ্ছেন, তা অনুকরণীয়। আশা করি সরকারিভাবেও ভবিষ্যতে এ সড়ক উন্নয়ন করা হবে।”
এই উদ্যোগে নানা শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়েছেন ছাত্র, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বেকার যুবকেরাও। কেউ অর্থ দিয়েছেন, কেউবা ঘাম ঝরিয়েছেন শ্রম দিয়ে। এখন এলাকাবাসীর প্রত্যাশা এই সংযোগ সড়ক দিয়ে সহজেই হাট-বাজার, স্কুল, কলেজ ও চিকিৎসা কেন্দ্রে যাতায়াত করা যাবে।