 
      বাংলাদেশ যদি পাকিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারাতে পারে, তাহলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তারা উঠে আসবে নবম স্থানে।
তখন তাদের রেটিং পয়েন্ট বেড়ে হবে ২২৩, যেখানে বর্তমানে রয়েছে ২২০। সেই সঙ্গে আফগানিস্তান দশম স্থানে নেমে যাবে।
এদিকে পাকিস্তানের পয়েন্ট ২৩১ থেকে কমে হবে ২২৭, তবে তারা থেকে যাবে আট নম্বরে।
অন্যদিকে, যদি পাকিস্তান বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে (৩-০), তবে দলটি র্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে আসবে সাত নম্বরে, শ্রীলঙ্কাকে নিচে নামিয়ে। তাদের পয়েন্ট তখন বাড়বে ২ পয়েন্ট, অর্থাৎ ২৩১ থেকে বেড়ে হবে ২৩৩।
বাংলাদেশ সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও তাদের র্যাঙ্কিংয়ের অবস্থান থাকবে অপরিবর্তিত, অর্থাৎ দশম স্থানেই। শুধু ১ পয়েন্ট বাড়বে।
পাকিস্তানের পয়েন্ট কমে গেলেও (২ কমে), তারা থাকবে আট নম্বরেই।
এই ফলাফলে দুই দলের পয়েন্ট ও অবস্থানেই কোনো পরিবর্তন হবে না। উভয় দলই থাকবে যথাক্রমে আট ও দশে।
যদি সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয় এবং সিরিজ শেষ হয় ১-১ সমতায়, তাহলে দুই দলের রেটিং ও অবস্থান একই থাকবে—কোনো পরিবর্তন হবে না।
বাংলাদেশের পয়েন্ট তখন ২ বাড়বে, কিন্তু তারা থাকবে দশম স্থানেই। পাকিস্তানের পয়েন্ট ৩ কমবে, তবে তাদের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না—তারা থাকবে আটেই।
এই ফলাফলে পাকিস্তান সাতে উঠে আসবে, শ্রীলঙ্কাকে পিছনে ফেলে। তাদের পয়েন্ট বাড়বে ২, আর বাংলাদেশের পয়েন্ট ২ কমে যাবে, তবে অবস্থান দশমেই থাকবে।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
