অবৈধভাবে পশুখাদ্য উৎপাদন, গাজীপুরে গ্রেজ এগ্রোকে ৩০ হাজার টাকার দণ্ড
ছবিঃ বিপ্লবী বার্তা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অনুমোদন ছাড়াই পশুখাদ্য উৎপাদনের অভিযোগে গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।


অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আশরাফ হোসেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর বিধান লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন ও বিপণন করে আসছিল। এজন্য আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।


ডা. আশরাফ হোসেন বলেন, “লাইসেন্সবিহীন ও নিম্নমানের পশুখাদ্য উৎপাদন পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”


সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, “আইনের বাইরে কোনো প্রতিষ্ঠানকে পশু বা মৎস্যখাদ্য উৎপাদনের সুযোগ দেওয়া হবে না। কৃষি ও প্রাণিসম্পদ সেক্টরের সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।”


প্রসঙ্গত, প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পশু ও মৎস্যখাদ্য উৎপাদনে লাইসেন্স গ্রহণ ও মান নিয়ন্ত্রণের বিষয়টি আইনগতভাবে বাধ্যতামূলক।