 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          গাজীপুরের শ্রীপুর উপজেলায় অনুমোদন ছাড়াই পশুখাদ্য উৎপাদনের অভিযোগে গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আশরাফ হোসেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর বিধান লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন ও বিপণন করে আসছিল। এজন্য আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
ডা. আশরাফ হোসেন বলেন, “লাইসেন্সবিহীন ও নিম্নমানের পশুখাদ্য উৎপাদন পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, “আইনের বাইরে কোনো প্রতিষ্ঠানকে পশু বা মৎস্যখাদ্য উৎপাদনের সুযোগ দেওয়া হবে না। কৃষি ও প্রাণিসম্পদ সেক্টরের সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।”
প্রসঙ্গত, প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পশু ও মৎস্যখাদ্য উৎপাদনে লাইসেন্স গ্রহণ ও মান নিয়ন্ত্রণের বিষয়টি আইনগতভাবে বাধ্যতামূলক।
 আবু সাঈদ, গাজীপুর
                     আবু সাঈদ, গাজীপুর 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
