 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ মঙ্গলবার ভোরে আটজন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। এরপর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আজ ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে বিএসএফ আটজনকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠায়। আটককৃতদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায়।
তিনি আরও বলেন, আটকদের বর্তমানে বিজিবির চাঁনশিকারী সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে। তাঁদের ভোলাহাট থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
