 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের খসড়া গঠনতন্ত্র। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই খসড়া প্রকাশ করেছে। এতে শিক্ষার্থীদের মতামত জানানোর সুযোগও রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে গত ৬ অক্টোবর, সোমবার তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তাজিজুর রহমান। সদস্য হিসেবে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন ওরফে জাভেদ এবং আইন বিভাগের প্রভাষক মো. ছোটন আলী, যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে এই আহ্বায়ক কমিটিই ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র প্রকাশ করে।
পাঁচ ভাগে বিভক্ত এই গঠনতন্ত্রে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নাম হবে “বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ” এবং এর ইংরেজি নাম হবে ‘Barishal University Central Students’ Union (BUCSU)’।
গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে মোট পদ থাকবে ২৫টি, যার মধ্যে ২৩টি পদে সরাসরি নির্বাচন হবে এবং ২টি পদ সংরক্ষিত থাকবে। হল সংসদে মোট পদ থাকবে ১৫টি, এর মধ্যে ১৩টি পদে সরাসরি নির্বাচন এবং ২টি পদ সংরক্ষিত থাকবে। প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে।
কেন্দ্রীয় সংসদের সংরক্ষিত দুই পদের মধ্যে সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ হবেন উপাচার্যের মনোনীত একজন অধ্যাপক। অপরদিকে হল সংসদে সংরক্ষিত দুই পদের মধ্যে সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন একজন আবাসিক শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উদ্যোগকে গণতান্ত্রিক চর্চার এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। তাদের মতে, এটি শিক্ষার্থীদের মতপ্রকাশ ও অংশগ্রহণের সুযোগ বাড়াবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও একই মত প্রকাশ করেছে। তারা বলছেন, এই উদ্যোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক রাজনীতির জন্য একটি স্থায়ী ও ইতিবাচক প্ল্যাটফরম তৈরি করবে।
 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
