 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে অবস্থিত মেসার্স এমএম ফিলিং স্টেশনে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ফিলিং স্টেশনটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
 বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিজেল, অকটেন ও পেট্রোল এই তিনটি জ্বালানি তেলের পরিমাপে ক্রেতাদের কাছে কম দেওয়ার একাধিক প্রমাণ পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে পরিমাপে কারচুপি করে ক্রেতাদের ঠকাচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযানকালে কুষ্টিয়া মেট্রোলজি পরিদর্শক নাজমুস সায়াদত উপস্থিত ছিলেন। তিনি তেলের পরিমাপের ত্রুটি হাতে-কলমে যাচাই করেন এবং জরিমানা সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান বলেন, “জনসাধারণের কাছ থেকে নিয়মিতই তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ আসছিল। আজকের অভিযানে সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিমাপে কারচুপি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, মেসার্স এমএম ফিলিং স্টেশনটি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু এর মালিকানাধীন। স্থানীয় মহলে এই ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সাধারণ ক্রেতারা এই অভিযানকে প্রশংসা করে বলেন, “নিয়মিত তদারকি হলে ফিলিং স্টেশনগুলোর অনিয়ম কমবে এবং আমরা ন্যায্য পরিমাপে তেল পাব।”
 মোঃ মিনারুল ইসলাম
                     মোঃ মিনারুল ইসলাম 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
