ফেসবুকে প্রবাসীদের নিয়ে কটুক্তি, অবশেষে সওজ কর্মকর্তাকে সিরাজগঞ্জে বদলি
ছবিঃ বিপ্লবী বার্তা
টাঙ্গাইলের মির্জাপুর সড়ক ও জনপথ (সওজ) উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে ফেসবুকে প্রবাসীদের নিয়ে কটুক্তি করার কারণে সিরাজগঞ্জে বদলি করা হয়েছে। মির্জাপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বিষয়টি গতকাল ৩০ অক্টোবর রাতের বিষয়টি  নিশ্চিত করেছেন।


এর আগে, সওজের টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান আনিছুর রহমানকে কারণ দর্শানোর চিঠি প্রদান করেন। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরকারি বিধি লঙ্ঘন করেছেন। তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।


আনিছুর রহমানের বাড়ি সখিপুর উপজেলার কুতুবপুর গ্রামে। সিরাজগঞ্জে বদলির পর তিনি সওজ প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে সখিপুর উপজেলার কচুয়া বাজার থেকে কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের দায়িত্বে থাকবেন।


স্থানীয়রা সড়ক কাজের মান নিয়ে বিভিন্ন মন্তব্য করায়, আনিছুর রহমান ফেসবুকে লিখেছিলেন, “বিদেশী কামলারাও যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশের ১৮টা বাজবে।” এই মন্তব্যের কারণে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রবাসীরা তার শাস্তি দাবি করেন।


আনিছুর রহমান বলেন, তিনি ইতিমধ্যে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং প্রবাসীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি শোকজ চিঠি পেয়েছেন এবং সিরাজগঞ্জে বদলির বিষয়ও শুনেছেন।


মির্জাপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা জানান, বদলি হলেও আনিছুর রহমানকে শোকজের জবাব দিতে হবে।