 
      নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত একটি ট্রাঙ্কের তালা খুলে এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বের করার ঘটনা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। ছড়িয়ে পড়েছে কিনা বা গোপনে ফাঁস হয়েছে কি না, তা নিশ্চিত না হলেও ঘটনার সুষ্ঠু তদন্তে জেলা প্রশাসন ও জেলা পুলিশ পৃথক দুটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
জানা গেছে, গত ১৭ জুন পরীক্ষার জন্য প্রশ্নপত্র থানায় রক্ষিত হয় এবং ১৯ জুন সকালে উপজেলা পরীক্ষা কমিটির সদস্যরা তালা খোলা অবস্থায় ট্রাঙ্কটি দেখতে পান। বাইরে ছেঁড়া অবস্থায় দুটি প্রশ্নপত্রও পাওয়া যায়।
নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক হাজতির মাধ্যমে ট্রাঙ্ক খোলা হয়, তবে প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে পড়েনি। দায়িত্বে অবহেলার কারণে একজন সাব-ইন্সপেক্টর ও একজন কনস্টেবলকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন জানিয়েছেন, প্রশ্ন সংরক্ষণে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তবে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আগামীকাল রাজশাহী শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল ঘটনাস্থলে তদন্ত করবে।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
