নতুনকুঁড়িতে আলো ছড়ালেন সিরাজগঞ্জের ফাতেমা খাতুন
ছবিঃ বিপ্লবী বার্তা

নানান প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসা প্রতিভাবান মুখ ফাতেমা খাতুন। সে সিরাজগঞ্জ জেলা শহরে অবস্থিত ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সংগীত ও আবৃত্তিতে তার ছিল অসাধারণ আগ্রহ।


প্রথম দিকে পরিবার তার এই প্রতিভাকে বিশেষ গুরুত্ব দেয়নি, কিন্তু ফাতেমার অধীর আগ্রহ এবং চেষ্টায় তা ধীরে ধীরে বিকশিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর নতুন বাংলাদেশ টেলিভিশন আয়োজিত “নতুনকুঁড়ি” প্রতিযোগীতায় হামদ-নাত বিভাগে তিনি বিভাগীয় রাউন্ড পাড়ি দিয়ে চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণ করেন। বিচারকরা তার অসাধারণ গায়কীতে মুগ্ধ হন।


ফাতেমা সিরাজগঞ্জ শহরের ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ এবং জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী। তার সাংস্কৃতিক শিক্ষক আহসান হাবীব মানিক বলেন, “ফাতেমা খাতুন শুধু ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসাকে প্রেজেন্ট করেনি, পুরো সিরাজগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করেছেন। তার অসাধারণ প্রতিভা আমাদের গর্ব, এবং আশা করি তার ভবিষ্যত জীবন আরও উজ্জ্বল হবে।”