ঝালকাঠিতে স্কুলমাঠের মাঝখান দিয়ে নির্মিত রাস্তা অপসারণের দাবিতে মানববন্ধন
ছবিঃ বিপ্লবী বার্তা
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ৫২ নং শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাঠের মাঝখান দিয়ে নির্মিত রাস্তা অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে এই কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে বক্তারা জানান, মাঠের মাঝখান দিয়ে রাস্তা থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষার্থীরা আতঙ্কে থাকে এবং অভিভাবকদের উদ্বেগও দিন দিন বাড়ছে। তাই অবিলম্বে মাঠ থেকে রাস্তা সরিয়ে স্কুল ভবনের পিছন দিয়ে বিকল্প রাস্তা নির্মাণের দাবি জানান তারা।


তাঁরা  আরও বলেন, বিদ্যালয় এলাকার এই মাঠ শুধু খেলাধুলার স্থান নয়, এটি সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেরও কেন্দ্রবিন্দু। মাঠের মাঝ দিয়ে রাস্তা নির্মাণ করায় পুরো পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন তারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউর রহমান, উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কালু মিয়া, শিক্ষার্থী সুমাইয়া আক্তার, ফারজানা মিম, আল রাফি, মাশরাফি মর্তুজা প্রমুখ।


শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। মানববন্ধনকারীরা দ্রুত প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।


উল্লেখ্য, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ২৬২ জন শিক্ষার্থী এবং ১৯০৭ সালে প্রতিষ্ঠিত ৫২ নং শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই মাঠ ব্যবহার করে থাকে।