কুড়িগ্রামে নিখোঁজের পর বিলে মিলল গৃহবধূর লাশ
ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। নিহত গৃহবধূর নাম শাফিয়া বেগম (৪৫)। তিনি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার আলীর স্ত্রী। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পশ্চিম পাশে ধোঁপার কুরা নামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে শাফিয়া বেগম সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর ফেরেননি। পরদিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বজনরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বিকেলের দিকে স্থানীয়রা বাড়ির পাশের ধোঁপার কুরা বিলে পাড়ে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন, তিনি হয়তো পানিতে ঝাঁপ দিয়েছেন।


খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ১০ থেকে ১৫ জন স্থানীয় ব্যক্তি বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করে।


নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শাফিয়া বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ঢাকা ও রংপুরসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও তেমন উন্নতি হয়নি। এতে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ও বিষণ্নতায় ভুগছিলেন।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার রাতে ঘটনাস্থল থেকে ফোনে জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।