গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই ও ভাতিজা আটক
ছবিঃ বিপ্লবী বার্তা
গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকা থেকে দেশি অস্ত্র ও গাঁজাসহ বিএনপির এক নেতার ভাই ও ভাতিজাকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানটি পরিচালনা করা হয় বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে।


আটকরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তাঁর ছেলে মো. মুশফিক (২৭)। তাঁরা বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের যথাক্রমে ভাই ও ভাতিজা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বুধবার মধ্যরাতে নাওজোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তসলিম সিরাজ ও তাঁর ছেলে মুশফিককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।


অভিযান শেষে আটক ব্যক্তিদের বাসন থানায় হস্তান্তর করা হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে দুজনকে অস্ত্র ও গাঁজাসহ আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।”