সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘সবুজ স্বপ্ন’
ছবিঃ বিপ্লবী বার্তা
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল উদ্যমী তরুণ গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’। সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষার আলো ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। তাদের বিশ্বাস, শিক্ষা ও মানবতার আলোই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।


জামালপুর শহর ও আশপাশের এলাকায় অধিকারবঞ্চিত শিশুরা আজ নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছে এই সংগঠনের হাত ধরে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের নেতৃত্বে ‘সবুজ স্বপ্ন’ নিয়মিত আয়োজন করছে উন্মুক্ত শিক্ষা কার্যক্রম, যেখানে ছিন্নমূল ও দরিদ্র পরিবারের শিশুদের অক্ষরজ্ঞান, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে। যারা লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য রাখে না কিংবা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, তাদেরই এই কর্মসূচির আওতায় আনা হয়।


২০২৫ সালের ২৪ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে পাঠদানের পাশাপাশি শিশুদের দেওয়া হচ্ছে বই, খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। নিয়মিত পরীক্ষা নেওয়া হয় এবং শিশুদের জন্য খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা পাঠ থেকে বিমুখ না হয়। পাশাপাশি অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা আয়োজন করা হয়, যাতে তারা নিজেদের সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করেন।


‘সবুজ স্বপ্ন’ এর অন্যতম সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন বলেন, “শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু দুঃখজনকভাবে আজ শিক্ষা বাণিজ্যের চাপে অনেকেই মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিজ্ঞাবদ্ধ, বাণিজ্যের সীমা ছাড়িয়ে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে। আমাদের লক্ষ্য হলো, সমাজের প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক, আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।”


সংগঠনের প্রধান সমন্বয়কারী আরমান আলিফ বলেন, “সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের স্বপ্ন বাস্তবায়নের ভিত্তি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তারাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের মূলধারায় আসুক  এই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করছি।”

সবুজ স্বপ্নের তরুণ সদস্যরা বিশ্বাস করেন, শিক্ষা ও মানবতার আলো সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখাতে পারে। তাদের এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলা এসব শিশুর পাশে দাঁড়িয়ে ‘সবুজ স্বপ্ন’ আজ হয়ে উঠেছে পরিবর্তনের এক বাস্তব অনুপ্রেরণার নাম।