 
      ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট এলাকায় হঠাৎ বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) সকাল ৬টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল স্লোগান দিতে দিতে আসে এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলায়েত শেখ জানান, ‘আমি বারান্দায় গিয়ে দেখি ১২–১৫ জন একটি ব্যানার নিয়ে “নিষিদ্ধ ছাত্রলীগ” নাম দিয়ে স্লোগান দিচ্ছে। তারা মিছিল শেষ করে ককটেল ফাটিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, শেখ মুজিব হল সংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং পরে আরও সাতটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। তিনি জানান, ককটেলগুলো দুটি প্লাস্টিক ব্যাগে রাখা ছিল।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও এনেক্স ভবনের কাছ থেকে মোট সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়—একটি জায়গায় চারটি ও অন্য জায়গায় তিনটি। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিস্ফোরণের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
হাইকোর্ট এলাকার পাশ থেকেও একটি ককটেল উদ্ধারের কথা জানান প্রক্টর। সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশকে জানানো হলে বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘বিক্ষোভকারীরা মিছিল করে পালিয়ে যায়। পুলিশের ধাওয়ায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
