কুবিতে 'প্রভাতী'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
ছবিঃ বিপ্লবী বার্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক সংগঠন ‘প্রভাতী’-র উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিকেল  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে দিনব্যাপী এ ক্যাম্পেইন চলে। এতে সহযোগিতা করে ইস্টার্ন মেডিকেল কলেজ।


দিনব্যাপী এই ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ১৫শ জন বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, ক্যাম্পে গাইনি, মনোরোগ ও কাউন্সেলিং, চর্ম, দাঁতের চিকিৎসা এবং মেডিসিন এই পাঁচটি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়।


ক্যাম্পেইনটি পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আজ প্রভাতী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা এখানে ফ্রি চিকিৎসা পাচ্ছে, যা সত্যিই প্রশংসার যোগ্য। ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”


চিকিৎসা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু বলেন, “আজকের মেডিকেল  ক্যাম্পটি খুব ভালো ছিল। আমি কয়েকটি বিভাগে দেখিয়েছি, ডাক্তারদের ব্যবহার ও পরামর্শ অসাধারণ ছিল। এই ধরনের আয়োজন আরও বেশি হওয়া দরকার।”


একইভাবে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, “প্রভাতী কর্তৃক আয়োজিত মেডিকেল ক্যাম্পটি সত্যিই ভালো ছিল। আমি দুই জায়গায় দেখিয়েছি, ডাক্তাররা আন্তরিকভাবে সময় দিয়েছেন ও পরামর্শ দিয়েছেন।”


‘প্রভাতী’র আহ্বায়ক আহমেদ আব্দুল্লাহ তারেক বলেন, “প্রভাতী আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ২০২৫-এর মূল লক্ষ্য ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল  সেন্টারে পর্যাপ্ত সেবা না থাকায় আমরা শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্দেশ্যে প্রভাতী প্রতিষ্ঠা করেছি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি প্রায় ১২০০ থেকে ১৫০০ জন সেবা নিয়েছেন। ভবিষ্যতেও প্রভাতী শিক্ষার্থীদের মৌলিক অধিকার, চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে কাজ করে যাবে।”